সমুদ্র বিলাস


তুমি লক্ষ টাকা খরচ করে সমুদ্রের নোনাজলে, 

শখের সূর্য ডোবা দেখতে চলে আসো।

আর আমি সমুদ্রের নোনাজলে বাসকরি

একমুঠো খাবারের জন্য। 

সমুদ্রের নোনাজলের সাথে 

যুদ্ধ করে বেঁচে থাকি আমি।


আমি।।। মেরিনার ইজু

Comments

Popular Posts