উপদেশমুলক পোস্টঃ
ব্যাপারটা খুবই বিব্রতকর, ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে থাকা পরের যাত্রীরা-ও কেমন যেন সন্দেহের চোখে তাকিয়ে থাকে,যেন অপরাধী ধরা পড়েছে!
এর থেকে পরিত্রানের উপায় আছে।প্রতিটা ইমিগ্রেশন চেক পয়েন্টে একাধিক লাইন হয়,যেমন দেশী পাসপোর্ট, বিদেশী পাসপোর্ট, প্রবাসী পাসপোর্ট, কুটনৈতিক পাসপোর্ট ইত্যাদি।এরকম একটা লাইন আছে "হুইলচেয়ার/বিশেষ সেবাধারী"।
এই " হুইলচেয়ার/বিশেষ সেবাধারী" লাইনের পাশে সর্ববামে একটি ডেস্ক এ একজন ইমিগ্রেশন পুলিশ বসে থাকে,যার কাজ হচ্ছে বিশেষ কোনো ব্যাপার নিয়ে ডিল করা।উনাকে যেয়ে সিডিসি দেখিয়ে বিনয়ের সাথে বলতে হবে যে উনি যেন সিডিসি ভেরিফিকেশন করে দেন এবং ডিপার্চার কার্ড এর পিছনে সিডিসি নাম্বার/নাম এবং ভেরিফায়েড লিখে সাইন করে দেন।
কাজটি করতে হবে ইমিগ্রেশন লাইনে দাড়ানোর আগেই,এতে করে আপনাকে আর ইমিগ্রেশন কাউন্টার থেকে ফেরত এসে দ্বিতীয় বার আর কোনো কাউন্টারে যেতে হবেনা,ডিপার্চার কার্ড এর পিছনের ওই "সিডিসি ভেরিফায়েড" লেখাটি দেখালে একবারেই ইমিগ্রেশন পুলিশ আপনাকে ক্লিয়ার করে দিবে।
Comments
Post a Comment